
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বহু দিন ধরেই নিজের সমাজমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ সক্রিয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর জগতে এ বার পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তিনি অ্যাকাউন্ট খোলেন ট্রাম্পের মাইক্রোব্লগিং সাইটে। এ দিনই প্রধানমন্ত্রীর পডকাস্টের লিঙ্ক নিজের 'ট্রুথ' হ্যান্ডল থেকে শেয়ার করেছিলেন ট্রাম্প। তারপরেই সেখানে অ্যাকাউন্ট খুললেন মোদি।
নিজের প্রথম পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, ''ট্রুথ সোশ্যালে যোগ পেরে আনন্দিত! এখানকার সকল উৎসাহী জনগণের সঙ্গে আলাপচারিতা এবং আগামী সময়ে অর্থপূর্ণ কথোপকথনে অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।'' সঙ্গে শেয়ার করেছেন 'হাউডি মোদি' অনুষ্ঠানে তোলা দু'জনের একটি ছবি। প্রসঙ্গত, সোমবারই লেক্স ফিডম্যানের সঙ্গে মোদির পডকাস্টের লিঙ্ক শেয়ার করেছিলেন ট্রাম্প। সেই নিয়ে নিজের আরও একটি পোস্ট করেন মোদি। সেখানে তিনি লিখেছেন, ''ধন্যবাদ আমার বন্ধু, প্রেসিডেন্ট ট্রাম্প। আমি আমার জীবনযাত্রা, ভারতের সভ্যতার দৃষ্টিভঙ্গি, আন্তর্জাতিক বিষয় এবং আরও অনেক কিছু বিষয়ে বিস্তৃত আলোচনা করেছি।'' এই পদক্ষেপটি ট্রুথ সোশ্যালে প্রধানমন্ত্রী মোদির প্রথম আলাপচারিতা। ট্রাম্প প্রায়শই এই মাইক্রো ব্লগিং সাইট ব্যবহার করেন থাকেন। প্রধানমন্ত্রীর উপস্থিতি দুই নেতার মধ্যে দৃঢ় বন্ধনকে প্রতিফলিত করে।
সোমবার সকালে প্রধানমন্ত্রী মোদী এবং লেক্স ফ্রিডম্যানের মধ্যে তিন ঘন্টার কথোপকথনের পডকাস্টটি ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছেন। ট্রাম্পের পডকাস্টের প্রতি সমর্থনকে মোদির প্রতি সমর্থনেরই ইঙ্গিত। পডকাস্টটি প্রধানমন্ত্রী মোদীর জীবনের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক বিষয়গুলিতে তাঁর দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। পাশাপাশি, ট্রাম্পের সঙ্গে তাঁর বন্ধুত্বের উপর মোদির ব্যক্তিগত প্রতিফলন ধরা পড়েছে। পডকাস্টের সময়, প্রধানমন্ত্রী ট্রাম্পের প্রভূত প্রশংসা করেছেন। মোদি বলেছেন, ''প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলাকালীন হামলার পরেও ট্রাম্পকে ভয় দেখানো যায়নি। আমেরিকার প্রতি নিবেদিতপ্রাণ ছিলেন তিনি।''
মোদী ফ্রিডম্যানকে বলেন যে তাঁর এবং ট্রাম্পের মধ্যে ভাল সম্পর্ক রয়েছে কারণ তাঁরা উভয়েই নিজেদের দেশকে সবার আগে রাখেন। তিনি আরও বলেন, ''জো বাইডেনের শাসনকালে ট্রাম্পের পদত্যাগের পরেও তাঁদের পারস্পরিক সম্পর্ক অটুট ছিল।''
মার্কিন রাষ্ট্রপতির সম্পর্কে তাঁর কী পছন্দ জানতে চাইলে মোদি স্মৃতিচারণ করে বলেন, ''তাঁর প্রথম মেয়াদে ট্রাম্প নিরাপত্তা প্রোটোকল উপেক্ষা করেছিলেন। হিউস্টনে 'হাউডি মোদি' অনুষ্ঠানে স্টেডিয়ামের মধ্যে দর্শকদের সামনে তাঁর অনুরোধেই হাঁটতে রাজি হয়েছিলেন।''
২০২২ সালে ট্রুথ সোশ্যাল চালু করেন ট্রাম্প। ২০২১ সালে মার্কিন ক্যাপিটলে হামলার পর ফেসবুক এবং এক্স-এর মতো প্রধান সাইটগুলি থেকে তাঁকে নিষিদ্ধ করা হয়েছিল। এরপরেই তিনি নিজের মাইক্রোব্লগিং সাইট তৈরি করেন।
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু
পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে
সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী
‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ
‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে
‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়
আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!
ভারতের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট
পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা
বিড়ালের মত চেহারা তো হলই না বরং জলে গেল ৬ লক্ষ টাকা, জানেন কী হয়েছিল অস্ট্রেলিয় তরুণী সঙ্গে?
খাবার খেতে গিয়েছিলেন, রেস্তরাঁয় আগুন লেগে ঝলসে গেলেন ২২ জন
পাকিস্তানের মাথায় হাত, বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম
চারতলা বাড়ি রয়েছে, তবু চার বছর গাড়িতেই রাত কাটাচ্ছেন যুবক, কারণ জানলে চমকে যাবেন
ক্যাব চালানোর সময় তেড়ে তর্ক করেন জেন-জেড চালকরা! সমীক্ষায় যা তথ্য উঠে এল